BRAKING NEWS

গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা নাবালকের, মৃত্যুর কারণ নিয়ে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৭ জুন: খোয়াই থানার অন্তর্গত পহরমুড়া এলাকার দশম শ্রেণীর এক স্কুল ছাত্র ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

ঘটনা বিবরনে জানা যায়, সোমবার সকাল ১০টা নাগাদ পহরমুরা এলাকার রানা দেব (১৫) তার বন্ধুদের সাথে খেলা করছিলেন। পরে তার বাড়িতে গিয়ে নিজের ঘরের মধ্যে প্রবেশ করেন এবং দরজা জানালা লাগিয়ে ঘরের মধ্যে কাপড় দিয়ে ফাঁসি লাগিয়ে ঝুলে পরে।

কিছুক্ষণ বাদে পরিবারের লোকেরা জানালা দিয়ে দেখতে পান সে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তড়িঘরি তাকে  উদ্ধার করে  খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তারবাবু তাকে মৃত বলে ঘোষণা করে। এই অল্পবয়সে ছাত্র মৃত্যুর ঘটনায় পহরমুড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে এই নাবালকের মৃত্যুর কারণ নিয়েও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *