গন্ডাছড়া-১৬১
বিলোনিয়া-১৬৭/৫
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রত্যাশিতভাবে জয় দিয়ে আসর শুরু করলো বিলোনিয়া মহকুমা। ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে রবিবার বিলোনিয়া মহকুমা ৫ উইকেটে পরাজিত করে অপেক্ষাকৃত দুর্বল গন্ডাছড়া মহকুমাকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে। ম্যাচে গন্ডাছড়ার গড়া ১৬১ রানের জবাবে বিলোনিয়া মহকতুমা ৫ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের সাগর ভৌমিক ৪ উইকেট দখল করেন।সকালে বিলোনিয়ার অধিনায়ক টসে জয়লাভ করে গন্ডাছড়া মহকুমাকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। সাগর ভৌমিকের বিধ্বংসী বোলিংয়ে শুরু থেকেই খাদের কিনারায় চলে যায় গন্ডাছড়া মহকুমা। দলের হয়ে ৭ নম্বরে ব্যাট করতে নামা প্রলয় দাস যদি কিছুটা প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে হয়তোবা গন্ড ছড়ার ওর ১০০ রানের গন্ডি পার হতো না ।শেষ পর্যন্ত ৩৪.৪ ওভারের উইকেট হারিয়ে গন্ডছড়া ১৬১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে প্রলয় দাস ৫৪ বল খেলে চারটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৮ রান করেন। এছাড়া হেমন্ত চক্রবর্তী ৩২ বল খেলে দুটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮ রান এবং দেবল চৌধুরী ২৭ বল খেলে একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। এছাড়া দলের আর কোন ব্যাটসম্যান ২২ বাজে টিকে থাকার মানসিকতা দেখাতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ৩৫ রান। বিলোনিয়া মহকুমার পক্ষে সাগর ভৌমিক 28 রানে চারটি এবং তাপস চৌধুরী ৩৫ রানে দুটি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে শুরু থেকেই মার মুখে মেজাজে ছিলেন বিলোনিয়া মহাকুমার ব্যাটসম্যানরা। দল ২৩.১ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান রান তুলে নেয়। শুরু থেকেই বিলোনিয়া ব্যাটসম্যানরা দ্রুত রান তোলার দিকে নজর দেয়। দলের পক্ষে অরুপ দত্ত ৩৭ বল খেলে চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০, প্রাঞ্জল দেব ২৭ বল খেলে তিনটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারের সাহায্যে ২৯, আকাশ দাস ১৭ বল খেলে একটি বাউন্ডারি ও ৩ টি ওভার ওভার সাহায্যে ২৭ (অপ), তন্ময় দাস ১৮ বল খেলে একটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ এবং নবজিৎ দে ২৮ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। দল অতিরিক্ত খাতে প্রায় ২২ রান। গন্ডাছড়ার পক্ষে মানুষ রিয়াং ২৩ রানে দুটি উইকেট দখল করেন।

