ক‌রিমগঞ্জে পৃথক দুই অভিযা‌নে প্রায় নয় কো‌টি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার, ধৃত চার

করিমগঞ্জ (অসম), ১৬ জুন (হি.স.) : ক‌রিমগঞ্জের পৃথক দুই স্থানে পুলিশ ও বিএসএফ প্রায় নয় কো‌টি টাকার মাদক ইয়াবা ট্যাবলেট এবং হেরোইন উদ্ধার করেছে। এর সঙ্গে মোট চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে প্রথম অভিযান চলানো হয়েছিল রামকৃষ্ণনগর থানাধীন ছড়ারপার-‌পেঁচায়ালা এলাকা এবং দ্বিতীয় অভিযান চালানো হয় করিমগঞ্জ জেলা সদরের সরিষা অঞ্চলে।

নির্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে বিএসএফ-এর স্পেশাল ব্রাঞ্চ রামকৃষ্ণনগর থানার পুলিশ নিয়ে ছড়ারপার-‌পেঁচায়ালা এলাকায় অভিযান চা‌লায়। অভিযানে একটি অটো রিকশা থে‌কে দুই ব্যক্তি‌র হেফাজত থেকে ৩০ হাজারটি নি‌ষিদ্ধ ইয়াবা ট্যাব‌লেট উদ্ধার হয়। এর সঙ্গে আটক করা হয় জনৈক আতিকুর রহমান এবং সাহারুল ইসলাম নামের দুই মাদক পাচারকারীকে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাব‌লেটগুলির কা‌লোবাজারে মূল্য কমপক্ষে ৬ কোটি টাকা হ‌বে।

এদি‌কে গতকাল রাতেই ক‌রিমগঞ্জ সদর পু‌লি‌শের এক‌টি দল শহ‌রের স‌রিষা এলাকায় অভিযান চা‌লি‌য়ে প্রায় তিন কো‌টি টাকার হে‌রোইন সহ দুই পাচারকা‌রী‌কে হা‌তেনা‌তে পাকড়াও করেছে। ধৃতদের নাম ঠিকানা এ খবর লেখা পর্যন্ত জানা যায়‌নি।