BRAKING NEWS

অস্ত্রোপচারের পর শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (হি. স.) : অস্ত্রোপচারের পর শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । রবিবার সকালে কলকাতায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁর ছোট অস্ত্রোপচার হয়েছে । তবে তাঁর কী ধরনের অস্ত্রোপচার হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। হাসপাতালের তরফে বুলেটিনে প্রকাশ করে অভিষেকের শারীরিক অবস্থার কথা জানানো হয়। পরে বিকেল নাগাদ তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। হেঁটে গিয়েই গাড়িতে ওঠেন তিনি।

গত বুধবার এক্স হ্যান্ডেলে অভিষেক জানিয়েছিলেন, গত বছর এই সময় ‘নবজোয়ার যাত্রা’ করেছিলেন তিনি। এবার চিকিৎসার জন্য সংগঠন থেকে ‘ছোট বিরতি’ নিচ্ছেন। এর আগে অভিষেকের চোখে কয়েকবার অস্ত্রোপচার হয়েছে। ২০১৬ সালের অক্টোবরে মুর্শিদাবাদে এক দলীয় কর্মীসভা থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন অভিষেক। সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথের ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আচমকা ধাক্কা মেরে উলটে যায় তাঁর গাড়ি। দুমড়ে যাওয়া গাড়ি থেকে অভিষেককে উদ্ধার করা হয়েছিল অচৈতন্য অবস্থায়। সেই দুর্ঘটনাতে সাংসদের বাঁ চোখের নীচে অরবিটাল বোন ভেঙে যায়। এরপর থেকে তিনি দীর্ঘদিন ওই চোখ নিয়ে সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার কারণে তাঁকে একাধিক বার দুবাইও যেতে হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *