২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল যারা

নিউইয়র্ক, ১৫ জুন (হি. স.): আগামী ২০২৬ টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত- শ্রীলংকায়। তার আগে বিশ্বকাপের পরিকল্পনা ঠিক করে রেখেছে আইসিসি। এই আসরে খেলবে ২০টি দল। ২০ দলের মধ্যে ৯টি দল চূড়ান্ত হয়ে যাবে আর ৩ দিনের মধ্যেই। এদিকে কয়েকটি দল পরের বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলেছে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ওঠা ৮ দল সরাসরি পরের বিশ্বকাপে খেলবে। ইতোমধ্যে সুপার এইটের ৬টি দল এখনই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলেছে। এই ৬ দল হলো- অস্ট্রেলিয়া, ভারত, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান। ভারত অবশ্য সুপার এইটে না উঠলেও আয়োজক হিসেবে সরাসরি খেলার সুযোগ পেত। এদিকে শ্রীলংকা এবার সুপার এইটে উঠতে পারেনি।তাহলে ও তারা আয়োজক হিসেবে খেলতে পারবে।

সুপার এইটের বিবেচনায় থাকা বাকি দুই দল হবে বাংলাদেশ, ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের মধ্যে থেকে। কারণ এই ৪টে দল এবার সুপার এইটে ওঠার লড়াইয়ে আছে। কোন দুটি দল যাবে তা ঠিক হয়ে যাবে আর দু একদিনের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *