আগরতলা, ১৫ জুন: আজ সকাল থেকে অবিরাম বর্ষণে পাহাড়ে ধস পড়ে মুঙ্গিয়াকামি থানাধীন ৩৬ মাইল, ৩৫ মাইল এবং ৪৪ মাইল এলাকায় স্তব্ধ জাতীয় সড়ক। বন্ধ যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে মুঙ্গিয়াকামি থানার পুলিশ।
আজ দুইদিনের টানা বৃষ্টিতে পাহাড়ে ধস পড়ে মুঙ্গিয়াকামি থানাধীন ৩৬ মাইল, ৩৫ মাইল এবং ৪৪ মাইল এলাকায় স্তব্ধ জাতীয় সড়ক। তাতে আটকে পড়ে বহু যানচলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ।
পর্রবতী সময়ে ড্রজারের দিয়ে রাস্তা পরিষ্কার করা হয়েছিল।দীর্ঘ দুই ঘন্টার পুনরায় যান চলাচল শুরু হয়েছিল।