রুদ্রপ্রয়াগে গভীর খাদে পড়ল টেম্পো ট্রাভেলার; মৃত্যু ৮ জনের, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী ধামি

রুদ্রপ্রয়াগ, ১৫ জুন (হি.স.): উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ১৫০-২০০ মিটার গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি টেম্পো ট্রাভেলার।। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের। এছাড়াও ৮ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রুদ্রপ্রয়াগ জেলায় বদ্রীনাথ হাইওয়ের ওপর থেকে যাওয়ার সময় বেসামাল হয়ে গভীর খাদে পড়ে যায় টেম্পো ট্রাভেলারটি।

খাদের শেষেই ছিল অলকানন্দা নদী, টেম্পো ট্রাভেলারটি নদীতে পড়ে জায়গায় এত সংখ্যক যাত্রীর মৃত্যু হয়েছে। গাড়োয়াল আইজি করণ সিং নাগনিয়াল বলেছেন, রুদ্রপ্রয়াগের এসপি ঘটনাস্থলে রয়েছেন। টেম্পো ট্রাভেলারটি নয়ডা থেকে আসছিল এবং রুদ্রপ্রয়াগ যাচ্ছিল। ১৫০-২০০ মিটার গভীর খাদে পড়ে যায় টেম্পো ট্রাভেলারটি। ঘটনাস্থল থেকেই উদ্ধার হয় ৭টি দেহ, ৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরও একজনের মৃত্যু হয়।

ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মুখ্যমন্ত্রী জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলাশাসক এই দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। টেম্পো ট্রাভেলার চালক-সহ ১৭ জন ছিলেন বলে জানা গিয়েছে।