নিজ ঘরে ফাঁসিতে আত্মঘাতী ছাত্রী, চাঞ্চল্য 

আগরতলা, ১৫ জুন: নিজ ঘরে থেকে এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ দুপুরে মেলাঘর থানাধীন ইন্দিরানগর এলাকায় ঘর থেকে এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। কিন্তু কি কারণে সে আত্মহত্যা পথ বেছে নিয়েছে পরিবারের সদস্যদের মনে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 

ঘটনার বিবরণে জানা যায়, আজ দুইটা নাগাদ মেলাঘর ইন্দিরা নগর আট নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা হাসিনা বেগমের মেয়ে কুলসুম বেগম নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করে। পাঁচ বছর আগে তার বাবা বাংলাদেশের চলে গিয়েছেন। এরপর তার মা হাসিনা বেগম মানুষের বাড়িতে কাজ করে দিনযাপন করছেন। সদ্যপ্রাপ্ত মেয়েটি এবার মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে একাদশে পা দিয়েছিল। কিন্তু কি কারণে সে এমন পথ বেছে নিয়েছে তা পরিবারের সদস্যরা বলতে পারেন নি। কারণ, বাড়িতে তার উপর কোন চাপ তৈরি করা হয়নি, তারপরও কি কারনে মেয়েটি ফাঁসিতে আত্মহত্যা করেছে সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে মেলাঘর থানার পুলিশ। পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছে। আপাতত পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *