যোধপুর, ১৫ জুন (হি. স.) : তথ্যের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে শ্রীগঙ্গানগর সেক্টরে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের রাইসিংহনগর ও অনুপগড় এলাকায় দুটি ভিন্ন স্থান থেকে ড্রোনের মাধ্যমে আসা সন্দেহভাজন চার প্যাকেট হেরোইন উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী।
গত মধ্যরাতে পাকিস্তান থেকে একটি ড্রোন আসতে দেখে হেরোইন পাচারের তথ্য পাওয়া যায়। সীমান্তরক্ষী বাহিনী ড্রোনের শব্দ শুনে সঙ্গে সঙ্গে ড্রোনের দিকে গুলি চালায়। এরপর ওই এলাকায় তল্লাশি চালিয়ে রাইসিংহনগর এলাকা থেকে দুটি ও অনুপগড় এলাকা থেকে মোট চারটি প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়। তল্লাশির সময় কোনো ড্রোন উদ্ধার করা হয়নি।
এই অভিযানে উদ্ধার করা সন্দেহভাজন হেরোইনের ওজন আনুমানিক ১২.৮৮ কেজি (প্যাকিং উপাদান সহ), যার আন্তর্জাতিক বাজারে মূল্য আনুমানিক ৬০ কোটি টাকা।