আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অবাধ ও সুষ্ঠ ভাবে সম্পন্ন করার দাবিতে প্রদেশ কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১৫ জুন: আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অবাধ ও সুষ্ঠ ভাবে সম্পন্ন করার দাবিতে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে রাজ্য নির্বাচন কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে।

এদিন উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি মদন সাহা, সাধারণ সম্পাদক  বাচিত চৌধুরী, জওহর বাল মঞ্চের প্রদেশ চেয়ারম্যান  অলক রঞ্জন গৌস্বামী, উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল এবং কংগ্রেস নেতা হাবিল মিয়া।

প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি মদন সাহা অভিযোগ করেন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে যে ডিলিমিটেশন হয়েছে তা সঠিকভাবে হয়নি। পাশাপাশি,খসড়া তালিকায় ব্যাপক অনিয়ম রয়েছে। 

এদিন তিনি আরও অভিযোগ করেন, গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেন নি। তাই বিনা বাধায় যে কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারে সে ব্যবস্থা করা হোক। তাহলে, অনলাইনের মাধ্যমে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *