আগরতলা, ১৫ জুন: বন্ধুদের সাথে বাইকে ঘুরতে বেরিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক ছাত্র। তাকে উন্নত চিকিৎসার জন্য বহিঃরাজ্যে নিয়ে যেতে হবে। স্কুল ছাত্রের প্রাণ বাঁচাতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার কাছে আর্জি জানিয়েছন অসহায় মা।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, বন্ধুদের সাথে বাইকে ঘুরতে বেরিয়ে৷ দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দা দশম শ্রেণির পাঠরত শুভজিৎ দাস। এখনও বেসরকারি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শুভজিৎ। গত ২৭ দিন যাবৎ ভেন্টিলেশনে আছে। ওই হাসপাতালের চিকিৎসকরা আশা ছেড়ে দিয়েছেন। তাকে উন্নত চিকিৎসার বহিঃরাজ্যে নিয়ে যাওয়া প্রয়োজন। কিন্তু তাঁর বাবার সর্বস্ব ফুরিয়ে গেছে। এখন তার মা মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন।