সুস্বাস্থ্যের জন্য চক্রাসন অনুশীলন জরুরি, যোগ দিবসের আগে ভিডিও-বার্তা মোদীর

নয়াদিল্লি, ১৫ জুন (হি.স.): আন্তর্জাতিক যোগ দিবসের হাতেগোনা আর মাত্র কিছু দিন বাকি, তার আগে দেশবাসীকে যোগের মাধ্যমে সুস্থ থাকার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক যোগ দিবসের আগে দেশবাসীকে সুস্থ থাকার পরামর্শ দিতে এক্স হ্যান্ডেলে প্রায়দিনই বিভিন্ন যোগাসনের পদ্ধতি ও গুণাবলী সম্পর্কে জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আন্তর্জাতিক যোগ দিবসের আগে শনিবারও এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে যোগাসনের উপকারিতার কথা উল্লেখ করেছেন মোদী। এদিন ভিডিও-তে চক্রাসন অনুশীলন করার পদ্ধতি দেখানো হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, সুস্বাস্থ্যের জন্য চক্রাসন অনুশীলন খুবই জরুরি। প্রধানমন্ত্রী জানান, “সুস্বাস্থ্যের জন্য চক্রাসন অনুশীলন করুন। এটি হার্টের জন্য দুর্দান্ত এবং রক্ত প্রবাহ স্বাভাবিক করতে সহায়তা করে।”

উল্লেখ্য, আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানকে প্রধানমন্ত্রী প্রথম থেকেই বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন। এর আগে রাষ্ট্রসংঘেও যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি। বস্তুত, তাঁর উদ্যোগেই রাষ্ট্রসংঘ ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *