নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৪ জুন: দিনে দুপুরে চুরি কান্ড সংঘটিত হচ্ছে ধর্মনগর শহর জুড়ে। উত্তর জেলার পুলিশের ভূমিকায় ক্ষোভ সাধারণ নাগরিকদের মধ্যে। আজ অর্থাৎ শুক্রবার দুপুর আড়াইটার সময় উত্তর জেলা সদর ধর্মনগরের শরৎপল্লীর শান্তি পাড়ার জয়ন্তী দাস পাশের বাড়িতে যায় কালী পূজার নিমন্ত্রণে। সেখানে তিনি ৪৫ মিনিটের মত ছিলেন। বাড়িতে ঘুরে এসে দেখেন দরজা খুলতে পারছেন না। তখন চিৎকার করলেও আশপাশের কোন মানুষ আসেনি।
অবশেষে উঠানে গিয়ে একটি লাঠি নিয়ে গেটের পাশে গিয়ে চিৎকার করলে তিন চারজন এলাকার মহিলা ছুটে আসেন। তারা আসার পর তিনি দরজা এবার লাঠি দিয়ে খোলার চেষ্টা করেন এবং সহজেই খুলে যায়। খুলে তিনি দেখতে পান চোর পেছনের দরজা দিয়ে উনার ঘরে প্রবেশ করেছে এবং ওনার নতুন মোবাইল কিছু রুপা এবং ৪০০০ টাকা নিয়ে গেছে। বাড়ির চারটে স্টিলের আলমিরা ভেঙ্গে সর্বস্ব দরকারী জিনিস নিয়ে গেছে।
দা এবং শাবল চোর ব্যবহার করেছে বলে মহিলা উল্লেখ করেন। ধর্মনগর পুলিশ স্টেশনে খবর যাওয়ার পর পুলিশ বাবুরা তদন্তে নামেন এবং চুরি যাওয়া জিনিসগুলোর জন্য মহিলা আক্ষেপ প্রকাশ করেন। কিন্তু কোন স্থির সিদ্ধান্তে পৌঁছুতে পারেননি ধর্মনগর থানার পুলিশ বাবুরা। ধর্মনগর থানা এলাকায় চুরির ঘটনা অহরহ ঘটে চলেছে কিন্তু ধর্মনগর থানা কোন সক্রিয় পদক্ষেপ গ্রহণ করছে না বলে এলাকাবাসীর অভিমত।