আগরতলা, ১৪ জুন: সমাজের তপশিলি ছাত্রছাত্রীদের কাছে সরকারী সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে রাজ্য সরকার। আজ গোর্খাবস্তিস্থিত তপশিলি জাতি কল্যাণ দপ্তরের রাজ্য ভিত্তিক পর্যালোচনা বৈঠকে একথা বলেন মন্ত্রী সুধাংশু দাস।
এদিন তিনি বলেন, মূলত দপ্তরের কাজের খতিয়ান নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে।
তাঁর কথায়, তপশিলি জাতির কল্যাণে সরকারি বিভিন্ন প্রকল্প রয়েছে, সেগুলি কতটুকু বাস্তবায়ন হয়েছে। তাছাড়া, কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়ন সহ রাজ্যে তপশিলি জাতি কল্যান দপ্তরের সার্বিক রিপোর্ট নিয়ে এদিন আলোচনা হয়েছে।