বিলারা, ১৪ জুন (হি. স.): রাজস্থানে ট্রেলার ও ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় আগুন ধরে যায় ট্যাঙ্কারটিতে। ঘটনাটি ঘটে রাজস্থানের পিচিয়াক বাইপাস এলাকায়। গাড়িতেই আটকে পড়েন ট্যাঙ্কারটির চালক। বাইরে বেরতে না পেরে অগ্নিদগ্ধ হয়ে নিহত হন ট্যাঙ্কার চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দমকল বিভাগের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনার জেরে যানজটের সৃষ্টি হয়।
2024-06-14

