BRAKING NEWS

কালচারেল টেলেন্ট সার্চ স্কলারশিপ স্কিম এ আবৃত্তিতে স্কলারশিপ পেল রাজ্যের মেয়ে শারদীয়া পাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে সিসিআরটি-এর কালচারেল টেলেন্ট সার্চ স্কলারশিপ স্কিম এ ২০২৩-২৪ এ সারা দেশে আবৃত্তিতে স্কলারশিপ পেল শ্রুতি আবৃত্তি চর্চা কেন্দ্রের ছাত্রী শারদীয়া শীল।

২০২১-২২ এ সারা দেশে একমাত্র তোর্ষা গোস্বামী এবং ২০ ২২- ২৩  এ একমাত্র ইন্দ্রাক্ষী পোদ্দার স্কলারশিপ পেয়ে ইতিহাস সৃষ্টি করেছিল। তিনজনেই আবৃত্তি শিল্পী স্মিতা ভট্টাচার্যের  তত্ত্বাবধানে শ্রুতি আবৃত্তি চর্চা কেন্দ্রে তালিম নিচ্ছে।

এবছর সারা দেশে ৪ জন আবৃত্তিতে  স্কলারশিপ পেল।  উল্লেখ্য বিজ্ঞানের বিষয় শিক্ষক পঙ্কজ শীল এবং বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরির লাইব্রেরিয়ান শুভ্রা শর্মার কন্যা শারদীয়া শীল। তার সাফল্যে খুশি তার পরিবার সহ রাজ্যের জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *