ইটালি, ১৪ জুন (হি. স.): তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিদেশ সফরে পাড়ি দিয়েছেন নরেন্দ্র মোদী। জি৭ সম্মেলন উপলক্ষ্যে ইটালিতে হাজির হয়েছেন তিনি। জি৭ শীর্ষ সম্মেলনে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেন।
কুলীন জি৭ গোষ্ঠীতে রয়েছে উন্নত বিশ্বের সাত দেশ আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, জার্মানি, ইটালি, জাপান। সেই সঙ্গে রয়েছে ইউরোপীয় ইউনিয়নও। ভারত এই গোষ্ঠীর সদস্য না হলেও আয়োজক দেশ ইটালি বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছিলেন মোদীকে। অতীতেও একাধিকবার ভারত ‘আউটরিচ কান্ট্রি’ হিসাবে এই সম্মেলনে যোগ দিয়েছে।