নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.) : লোকসভার অধ্যক্ষ পদের জন্য বিজেপি যাকে মনোনীত করবে তাঁকেই জেডিইউ সমর্থন করবে। শুক্রবার এই কথা বললেন জেডিইউ মুখপাত্র কে সি ত্যাগী। তিনি বলেছেন, “টিডিপি ও জেডিইউ এনডিএ-র সঙ্গে রয়েছে। আমরা বিজেপির পক্ষ থেকে মনোনীত ব্যক্তিকে (স্পিকারের জন্য) সমর্থন করব।”
প্রসঙ্গত, লোকসভার অধ্যক্ষ নির্বাচন হবে আগামী ২৬ জুন। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হবে এই মাসের ২৪ তারিখ। অধিবেশন চলাকালীন নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ এবং তাঁর ভাষণ নিয়ে আলোচনাও এই অধিবেশনে অনুষ্ঠিত হবে। চলতি মাসের ২৭ তারিখ রাজ্যসভার অধিবেশন শুরু হবে। আগামী মাসের ৩ তারিখে সংসদ অধিবেশন শেষ হবে।