কলকাতা, ১৪ জুন (হি.স.): রাজ্যের দিকে দিকে ভোট পরবর্তী-হিংসায় আক্রান্ত হচ্ছেন বিরোধী দলের নেতা-কর্মীরা। কোথাও বিজেপি তো কোথাও আবার কংগ্রেস ও বামেরা আক্রান্ত হচ্ছেন। সবক্ষেত্রেই অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকেই। এমতাবস্থায় ভোট-পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে দেখা ও কথা বললেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। রাজ্যপালের মতে, খুবই বেদনাদায়ক ঘটনা ঘটেছে।
ভোট-পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে তাঁর বৈঠক প্রসঙ্গে রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেছেন, “আমি আক্রান্তদের কথা শুনেছি। যা সামগ্রিক ঘটনার একটি বর্ণনা। একজন রাজ্যপাল হিসাবে, আমি ন্যায্য হতে চাই। আমি এ বিষয়ে সরকারের কাছ থেকে একটি রিপোর্টও চেয়েছি। সরকার পক্ষের বক্তব্য শোনার পর, আমি নিজের বক্তব্য জানাবো। এক কথায় আমি বলতে পারি, বেদনাদায়ক।”