রক্তদান মানে জীবন দান, তার বিকল্প নেই : খাদ্য মন্ত্রী 

আগরতলা, ১৪ জুন: রক্তদান মানে জীবন দান। রক্তদানের কোনো বিকল্প নেই। আজ রাধানগর মোটরস্ট্যান্ডে ডেভেলপমেন্ট সোসাইটি-এর উদ্যোগে আয়োজিত এক মহতী মেগা রক্তদান শিবিরে একথা বলেন খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী।

প্রসঙ্গত, আজ বিশ্ব রক্তদাতা দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০০৫ সালে ১৪ জুন দিনটিকে বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে ঘোষণা করে। এ বছর ২০ বছর পূর্তি হয়েছে। এই বিশ্ব রক্তদাতা দিবসকে সামনে রেখে রাধানগর মোটরস্ট্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে রাধানগর মোটর স্ট্যান্ডে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।

এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন টিআরটিসি র চেয়ারম্যান বলাই গোস্বামী, সদর মহকুমা শাসক মানিক লাল দাস সহ অন্যান্যরা।

এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রক্তের কোনো বিকল্প নেই। যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাচ্ছেন তাদের সহ সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই এই দিবসের উদ্দেশ্য। পাশাপাশি এদিন তিনি স্বেচ্ছায় রক্তদানে জনগণকে এগিয়ে আসতে আহবান জানিয়েছেন।