আমেদাবাদে কাপড়ের গুদামে বিধ্বংসী আগুন, হতাহতের খবর নেই

আমেদাবাদ, ১৪ জুন (হি. স.) : শুক্রবার সকালে আমেদাবাদের একটি কাপড়ের গুদামে আগুন লাগে। জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ১৮টি ইঞ্জিন পৌঁছয়। ওই গুদামের পাশেই একটি বড় কমপ্লেক্স থাকায় আগুন সেখানেও লেগে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু দমকলবাহিনীর তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে।

পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই গুদাম থেকে জিনিসপত্র বের করা শুরু করেন কর্মচারীরা। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। কেউ হতাহত হয়নি বলেই খবর। ঘটনার তদন্ত হবে বলে জানানো হয়েছে।