নয়াদিল্লি, ১৩ জুন (হি. স.): কুয়েতে অগ্নিকাণ্ডে আহত ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। বৃহস্পতিবার তিনি জাবের হাসপাতালে ভর্তি ৬ জন আহত ভারতীয়ের সঙ্গে দেখা করেন।
উল্লেখ্য, স্থানীয় সময় অনুযায়ী, বুধবার ভোরের দিকে কুয়েতের রাজধানী শহরের দক্ষিণে মাঙ্গাফ এলাকার একটি বহুতল আবাসনে আগুন লাগে। জানা যায়, ওই আবাসনে মূলত থাকেন শ্রমিকেরা, যাঁদের অধিকাংশই ভারতীয়। এই অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৪৯। নিহত শ্রমিকদের মধ্যে বেশ কয়েক জন রয়েছেন, যাঁরা মিশর, নেপাল, পাকিস্তান এবং ফিলিপিন্সের বাসিন্দা। আবার ভারতীয়দের মধ্যে অধিকাংশই কেরল, তামিলনাড়ু এবং উত্তর-পূর্ব ভারতের কিছু রাজ্যের বাসিন্দা।