ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন অর্থাৎ রাজ্য ফুটবল সংস্থার গভর্নিং বডির বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুন। সিটি সেন্টারস্থিত টি এফ এ-র অফিসে হবে এই বৈঠক বিকেল ৫.৩০মিনিটে। বৈঠকে আর্টিকেল ২৮ এর নিয়ম মাফিক গঠিত হবে বিভিন্ন কমিটি। এছাড়া স্পন্সরর নিয়ে থাকবে আলোচনা, সঙ্গে মরশুমে বিভিন্ন টুর্নামেন্ট গুলোর চূড়ান্ত তালিকা ও তারিখ নির্ধারিত হবে। তৎসঙ্গে থাকবে আরও বেশ কিছু আলোচনা। বৈঠকে গভর্নিং বডির প্রত্যেক সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন টি এফ এ-র সচিব অমিত চৌধুরী। এক বিবৃতিতে তিনি এ খবর জানিয়েছেন।
2024-06-13

