নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন রাজ্যের আনারস দেশ ছাড়িয়ে বিদেশের উদ্দেশ্যে রওনা দিল। শুক্রবার আগরতলা বাধারঘাট রেল স্টেশনে সবুজ পতাকা নেড়ে এই যাত্রার উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ।
নেরামেক ও সীমপ্যাটের উদ্যোগে এবং রাজ্য সরকারের সহযোগিতায় এদিন ৬০০ কেজি আনারস ওমানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আগরতলা থেকে এই আনারসগুলি রেলপথে গোহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছে এদিন। গোয়াহাটি থেকে বিমানযোগে ওমানে পৌঁছবে রাজ্যের আনারস।
এ বিষয়ে বিস্তারিত বলতে গিয়ে কৃষিমন্ত্রী আরো জানান, ওমান ছাড়াও দুবাইয়ে ৫ টন এবং হোল্যান্ডে ৩০ মেট্রিক টন আনারস রপ্তানি করার কথা চলছে। ২০১৮ সালের পর থেকে দুবাই বাংলাদেশ এবং কাতারে এই আনারস রপ্তানের কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। গত ৫বছরে রাজ্য থেকে বিদেশে মোট ৩৩ মেট্রিক টন আনারস রপ্তানি করা হয়েছে। এছাড়াও দেশের অন্যান্য রাজ্যে গেছে মোট ১২ হাজার ৫৫১ মেট্রিক টন আনারস।
শুধুমাত্র আনারস নয় রাজ্যে উৎপাদিত কাঁঠাল, বেল, তেঁতুল, আদা এমনকি পান ও বিদেশে রপ্তানি হচ্ছে। মন্ত্রী রতন লাল নাথ, গত পাঁচ বছরে ৪.৪ মেট্রিক টন কাঁঠাল বিদেশে রপ্তানি হয়েছে। এছাড়াও ২৫০৭ মেট্রিক টন বেল, ৩৯৭ মেট্রিক টন তেতুল, ৩২ মেট্রিক টন আদা বিদেশে ও ৪২ মেট্রিক টন আদা দেশে , ১৭ মেট্রিক টন পান বিদেশে রপ্তানি করা হয়েছে।
গত পাঁচ বছর আগে রাজ্যে ৫৯৮ হেক্টর জমিতে আনারস চাষ করা হতো। গত পাঁচ বছর এটি বেড়ে দাঁড়িয়েছে ৫৬৫৪ হেক্টর। রাজ্য সরকারের সহযোগিতায় দেশসহ বিদেশে রাজ্যের কৃষকদের উৎপাদিত পণ্য সামগ্রী রপ্তানি হয় কৃষকরাও অধিক মুনাফা লাভ করছেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ।

