আগরতলা, ১৩ জুন: রাতের আঁধারে হাত সাফাই করল চোরের দল। গতকাল গভীর রাতে বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত খলাবাড়ি এলাকায় এক বাড়িতে চোরের দল হানা দিয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিবারের সদস্যদের ধারণা, ওই এলাকার নেশাশ আসক্ত যুবকরা চুরিকান্ডে জড়িত রয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত খলাবাড়ি এলাকার বাসিন্দা উত্তম দত্তের বাড়িতে চোরের দল হানা দিয়েছে। চোরের দল টিআর০১এবি৭৯৮৮ নম্বরের বাইক চুরি করে পালিয়ে গিয়েছে। আজ সকালে পরিবারের সদস্যরা বাড়ির উঠানে বাইক দেখতে না পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেছিলেন। সাথে সাথে বামুটিয়া ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।