রামবান, ১৩ জুন (হি. স.) : বৃহস্পতিবার রামবান জেলার জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের কাছে একটি সিআরপিএফ–এর গাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। এই অগ্নিকাণ্ডে কোনও জওয়ান আহত হয়নি।
জানা গেছে, গাড়িটি জম্মু যাচ্ছিল । স্টেশন হাউস অফিসার (এসএইচও) রামবান বিজয় কোতওয়াল বলেন, ইঞ্জিনের তারের শর্ট সার্কিটের কারণে ঘটনাটি ঘটেছে। তিনি বলেন যে সমস্ত সিআরপিএফ কর্মী নিরাপদ রয়েছে এবং এই ঘটনায় কেউ আহত হয়নি।