রাজ্যে জুডোর মানোন্নয়ন ও প্রসার এখন সর্বভারতীয় ফেডারেশনের নজরে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সম্প্রতি বিশেষ করে ৭ জুন দিল্লিতে জুডো ফেডারেশন অফ ইন্ডিয়া অফিসে অনুষ্ঠিত মিটিং এর সুফল আজ, বুধবার বেরিয়েছে। দীর্ঘ পর্যালোচনার পর যেটা সিদ্ধান্ত হয়েছে তা হলো রূপক দেবরায় পরিচালনাধীন জুডো এসোসিয়েশনকে বাতিল করা হয়েছে এবং রতন সাহা, প্রণব সাহার পরিচালনাধীন অল ত্রিপুরা জুডো এসোসিয়েশনকে আপাতত সরাসরি অনুমতি না দিলেও এটা ঠিক হলো যে আগামী কিছুদিন পর্যন্ত  ডাইরেক্টরেট অফ স্পোর্টস (ক্রীড়া দপ্তরের) তত্ত্বাবধানে ও জুডো ফেডারেশন অফ ইন্ডিয়ার সহযোগিতায় ত্রিপুরা রাজ্যে জুডো খেলা পরিচালিত হবে। এবং এদিকে রূপক দেব রায়ের তত্ত্বাবধানে পরিচালিত সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন তথ্য ফেডারেশন থেকে দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে রাজ্যে ক্রীড়া জগতের  ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কড়া সিদ্ধান্ত নেবে বলে অনুমেয়।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *