আগরতলা, ১২ জুন: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনজাতি রমণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাইবাড়ি এলাকার সর্দ্দু করকরি গ্ৰামে ওই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাতে তেলিয়ামুড়া থানার অন্তর্গত তুইচিন্দ্রাই বাড়ি এলাকার বাসিন্দা ভারত দেববর্মার স্ত্রী পূর্ণ বালা দেববর্মা(৫০) বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। পরবর্তী সময়ে তড়িঘড়ি পরিবারের লোকজনেরা তাঁকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়ে দিয়েছেন হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে ওই মহিলার।