BRAKING NEWS

ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের বার্ষিক সাধারণ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠক আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক সাধারণ সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পাশাপাশি অ্যাকশন প্ল্যান এবং বাজেট নির্ধারিত হয়েছে। মুখ্যত বয়স ভিত্তিক বেশ কটি ইভেন্টের উপর সারা বছর ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রতি প্রাথমিক দৃষ্টি দেওয়া হয়েছে। এছাড়া, জাতীয় স্কুল গেমস সমূহ রাজ্য দলের অংশগ্রহণ সুনিশ্চিত করার পাশাপাশি এ বিষয়ে যথাসময়ে উদ্যোগ নেওয়া হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সঙ্গে সুব্রত মুখার্জী কাপ থেকে শুরু করে এজাতীয় সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতায় ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড বিগত সময়ের ন্যায় অংশগ্রহণ করবে এবং আরও ভালো ফলাফলের লক্ষ্যে রাজ্যে সামগ্রিক প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হবে। বয়স ভিত্তিক অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৭ এবং অনূর্ধ্ব ১৯ তিনটি বিভাগে প্রশিক্ষণ এবং প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। ৬৩ তম আন্তর্জাতিক সুব্রত মুখার্জী কাপ ফুটবল টুর্নামেন্টে অনূর্ধ্ব ১৭ বিভাগে বালক বালিকা উভয় গ্রুপে এবং অনূর্ধ্ব ১৫ বিভাগে শুধুমাত্র বালক বিভাগে প্রতিযোগিতায় রাজ্য দল অংশগ্রহণ করবে। এছাড়া, শারীরিকভাবে বিশেষ সক্ষম তথা দিব্যাঙ্গজনদের জন্য ৬ থেকে ১০ বছর , ১১ থেকে ১৫ বছর এবং ১৬ থেকে ২৫ বছর বিভাগে বালক বালিকা, পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেয়া হবে। আটটি ডিসিপ্লিনে অনূর্ধ্ব ১৭ বছর বিভাগে জনজাতি খেলা প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ রয়েছে। সামগ্রিক হিসেবে ২০২৩-২৪ অর্থবছরে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের আইবে হিসেব-নিকেশ পেশ করে তা অনুমোদিত হয়। একই সঙ্গে ২০২৪২৫ অর্থবছরের জন্য সাড়ে চার কোটি টাকার বাজেট ধরা হয়েছে। বছরব্যাপী সামগ্রিক প্রতিযোগিতা সমূহের একটি রূপরেখাও তৈরি করা হয়েছে। আশা করা হচ্ছে এই পরিকল্পনা মোতাবেক ক্রীড়া প্রতিযোগিতা এবং প্রশিক্ষণে গুরুত্ব দিলে রাজ্য ক্রীড়ার মানোন্নয়ন ও প্রসারে বিশেষ অগ্রগতি পরিলক্ষিত হবে বলে ক্রীড়া মহলের ধারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *