মরান (অসম), ১১ জুন (হি.স.) : ডিব্রুগড় জেলার অন্তর্গত মরানে পুলিশের অভিযানে হেরোইন সহ গ্রেফতার হয়েছে তিন মাদক কারবারি।
জানা গেছে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে মরানহাট থানার পুলিশ খুমতাই ১ নম্বর কার্গিলচক এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে। ধৃত খুমটাইয়ের বাসিন্দা বিশ্বজিৎ সিং, চাকলিয়া পেটুয়া সেতু এলাকার ত্রিলোচন শইকিয়া, নগাঁও জেলার জামির হুসেনের হেফাজত থেকে ছয়টি কনটেইনারে ভরতি ১.৮৪ গ্রাম সন্দেহভাজন হেরোইন এবং বহু নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।