মন্ত্রিত্ব পেয়েই আশীর্বাদ নিতে দিলীপের কাছে সুকান্ত

নয়াদিল্লি, ১১ জুন (হি. স.): মন্ত্রিত্ব পেয়েই আশীর্বাদ নিতে দিলীপ ঘোষের কাছে গেলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দিলীপ ঘোষের পা ছুঁয়ে প্রণাম করলেন তিনি। সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়াতে লেখেন, তৃতীয়বারের মোদী সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পূর্বে বিজেপির অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব ও দাদা শ্রী দিলীপ ঘোষ মহাশয়ের কাছে আশীর্বাদ নিলাম। শিক্ষা ক্ষেত্রে প্রধানমন্ত্রী জির সাথে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি।

উল্লেখ্য, রবিবার দুপুরেই জানা গিয়েছিল মন্ত্রিত্ব পাচ্ছেন বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। দুটি মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন তিনি। বর্তমানে দিল্লিতেই রয়েছেন সুকান্ত। সেখানেই রয়েছেন দিলীপ ঘোষও। মঙ্গলবার সকালে মন্ত্রকের দায়িত্ব বুঝে নেওয়ার আগে সটান দিলীপের কাছে হাজির হন সুকান্ত মজুমদার। পা ছুঁয়ে প্রণাম করেন তিনি। বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁরা। দিলীপের আশীর্বাদ নিয়ে গন্তব্যে রওনা দেন সুকান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *