প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে সঙ্গে নিয়ে বন্দর, নৌপরিবহণ এবং জলপথ দফতরের মন্ত্রী হিসেবে পুনর্বার দায়িত্ব নিলেন সর্বানন্দ সনোয়াল- বিভাগীয় আধিকারিক ও কর্মচারীদের দেশের জনগণকে উৎকৃষ্ঠ সেবা প্রদানের লক্ষ্যে কাজ করার আহ্বান

নয়াদিল্লি, ১১ জুন (হি.স.) : কেন্দ্রের নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন তৃতীয় মেয়াদের সরকারে বন্দর, নৌপরিবহণ এবং জলপথ দফতরের মন্ত্রী হিসেবে পুনরায় দায়িত্ব নিলেন অসমের ডিব্রুগড় আসনের সাংসদ সর্বানন্দ সনোয়াল। একই দফতরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন পশ্চিমবঙ্গের বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর।

দফতরের দায়িত্ব নিয়ে মন্ত্রী শান্তনু ঠাকুরকে পাশে বসিয়ে সর্বানন্দ সনোয়াল বিভাগীয় আধিকারিক এবং কর্মচারীদের উদ্দেশ্যে দেশের জনগণকে উৎকৃষ্ঠ সেবা প্রদানের লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন। বিকশিত ভারত গড়ার জন্য দেশের সেবা করার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হতে হবে। এই লক্ষ্যে সংশ্লিষ্টদের নিষ্ঠা সহকারে কাজ করার আহ্বান জানিয়েছেন সনোয়াল।

সর্বানন্দ সনোয়াল বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গতিশীল নেতৃত্বে বন্দর, নৌপরিবহণ ও জলপথ মন্ত্রক সামুদ্রিক সেক্টরের ক্ষমতায়ন এবং এর সামগ্রিক উন্নয়নের জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টায় কিছু অসাধারণ কাজ হয়েছে। আরও উন্নতমানের কাজ আমাদের করতে হবে। অসম্পূর্ণ কাজে আরও গতি বাড়াতে হবে। আমাদের এই মন্ত্রকের কাজে দেশ যাতে অর্থনৈতিকভাবে আরও মজবুত হতে পারে সে ব্যাপারে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।’

‘ন্যাশন ফার্স্ট, এই মন্ত্র শিরোধার্য করে দেশ গঠনের লক্ষ্যে প্রত্যেককে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। এতেই আমরা বিকশিত ভারত-এর চূড়ান্ত লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাব। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এই মন্ত্রক অমৃত কাল ভিশন, ২০৪৭-এ ধার্য পরিকল্পিত কার্যক্রমের মাধ্যমে সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে সামুদ্রিক সেক্টরের ক্ষমতায়নের ব্যাপারে কাজ চালিয়ে যাবে বলে আশা করছি।’ বলেন বন্দর, নৌপরিবহণ এবং জলপথ দফতরের দ্বিতীয় মেয়াদের মন্ত্রী সর্বানন্দ সনোয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *