নয়াদিল্লি, ১১ জুন (হি. স.): নিজ নিজ মন্ত্রকের দায়িত্ব পেয়ে মঙ্গলবার সকালেই দফতরের কাজে যোগ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা, এস জয়শঙ্কর সহ খাদ্য এবং প্রক্রিয়াকরণ মন্ত্রী চিরাগ পাসোয়ান সকলেই ব্যস্ত নিজ মন্ত্রকের দায়িত্ব সামলাতে। শুধু পূর্ণ মন্ত্রীরাই নয় দফতর বন্টনের পর এদিন সকালে রেল প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব নিলেন রবনীত বিট্টু।
মঙ্গলবার রেল প্রতিমন্ত্রী হিসাবে দফতরের দায়িত্ব নেওয়ার পর রবনীত বিট্টু জানান, আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী মোদীর নির্দেশনায় আমরা সবাই একসাথে কাজ করব।