কলকাতা, ১১ জুন (হি. স.): বাঙালির ফুটবলের অন্যতম প্রথিতযশা ব্যক্তিত্ব প্রশান্ত চক্রবর্তী। আসন্ন কলকাতা ফুটবল লিগের জন্য এরিয়ান ক্লাব তাঁকে নতুন দায়িত্ব দিয়েছে।
আসন্ন কলকাতা ফুটবল লিগে প্রশান্ত চক্রবর্তী এরিয়ান ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেছেন। ফুটবলারদের টেকনিক সংক্রান্ত সমস্ত বিষয় দেখভাল করবেন প্রশান্ত। ক্লাবের ফুটবল সংক্রান্ত উন্নয়নের জন্য এরিয়ান তাঁকে এই দায়িত্ব দিয়েছে।
জুনিয়র ফুটবলারদের নিয়ে কাজ করার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে প্রশান্ত চক্রবর্তীর। জুনিয়র ফুটবলার ডেভেলপমেন্টের জন্য প্রশান্ত চক্রবর্তী একজন ভালো প্রশিক্ষক।

