পুনর্ব্যবহারযোগ্য শক্তি মন্ত্রকের দায়িত্ব নিলেন প্রহ্লাদ জোশী, প্রতিমন্ত্রী হলেন শ্রীপদ নায়েক

নয়াদিল্লি, ১১ জুন (হি.স.): বিজেপি সাংসদ প্রহ্লাদ জোশী এবার নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় পেয়েছেন ক্রেতা সুরক্ষা, খাদ্য, জনবণ্টন মন্ত্রক। পাশাপাশি, পুনর্ব্যবহারযোগ্য শক্তি মন্ত্রকও পেয়েছেন তিনি। এই মন্ত্রকের প্রতিমন্ত্রী হয়েছেন শ্রীপদ নায়েক। মঙ্গলবার পুনর্ব্যবহারযোগ্য শক্তি মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করেন প্রহ্লাদ জোশী, এদিনই শ্রীপদ নায়েক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

প্রহ্লাদ জোশী বলেছেন, “ভারতের বিশ্বব্যাপী চতুর্থ পুনর্ব্যবহারযোগ্য শক্তি ইনস্টল ক্ষমতা…চতুর্থ সৌর ক্ষমতা…প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার প্রতি আস্থা দেখিয়েছেন এবং আমাকে এই মন্ত্রকের দায়িত্ব দিয়েছেন। এ জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী আমাদের মধ্যে যে প্রত্যাশা দেখিয়েছেন আমরা তা পূরণ করব…আমাদের একটি অভিজ্ঞ টিম রয়েছে।”