নয়াদিল্লি, ১১ জুন (হি.স.): নতুন স্বাস্থ্যমন্ত্রী পেল দেশ, মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা রবিবার মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তিনি রাজ্যসভার সাংসদ। তিনি হলেন দেশের নতুন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণমন্ত্রী।
জৈবসার এবং রাসায়নিক মন্ত্রকও থাকছে তাঁর হাতে। মঙ্গলবার জৈবসার এবং রাসায়নিক মন্ত্রকেরও দায়িত্বভার গ্রহণ করেছেন নাড্ডা। এদিন সকালে প্রথমে দিল্লিতে বিজেপির সদর দফতরে যান নাড্ডা, সেখানে বিজেপি নেতৃত্ব তাঁকে স্বাগত জানায়। এরপরই তিনি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও জৈবসার এবং রাসায়নিক মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।