নয়াদিল্লি, ১১ জুন (হি. স.): এখনই স্বস্তি মিলছেনা গরমের হাত থেকে। তাপপ্রবাহে জর্জরিত জনজীবন। আর তারমাঝেই ভারতের একাধিক রাজ্যে জারি তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা।
ভারতীয় আবহাওয়া দফতর উত্তর প্রদেশ, হরিয়ানা এবং দিল্লি-সহ পূর্ব ও উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশে আগামী তিন-চারদিন তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর প্রদেশ ও দিল্লিতে এইসময় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। দক্ষিণ–পশ্চিম মৌসুমী বায়ু গুজরাট, কোঙ্কন এবং মহারাষ্ট্রের কিছু অংশে অগ্রসর হয়েছে। এর প্রভাবে কেরালা, কর্ণাটক এবং কোঙ্কণের উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।