গুয়াহাটি, ১১ জুন (হি.স.) : গুয়াহাটিতে হেরোইন সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মাদক কারবারিকে কইনাধরা এলাকার বগরিবাড়ির বাসিন্দা বিষ্ণু রাই (৩০) বলে পরিচয় পাওয়া গেছে।
জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার সকালে পূর্ব গুয়াহাটি পুলিশ কমিশনারেটের অন্তর্গত বশিষ্ঠ থানার এক পুলিশের দল কইনাধরার বগরিবাড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানে বিষ্ণু রাই নামের মাদক কারবারির হেফাজত থেকে ২৬টি কৌটা থেকে ৩৫ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশ। এর সঙ্গে তার হেফাজত থেকে নগদ ২,১১০ টাকা, একটি সিম ভরতি মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হয়েছে।
মাদক সহ ধৃত বিষ্ণু রাইকে বশিষ্ঠ থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে তার বিরুদ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে, জানা গেছে পুলিশ সূত্রে।