আগরতলা, ১০ জুন: সম্ভবত জুলাইয়ের শেষে, নয়তো আগস্ট মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী।
এদিন তিনি বলেন, বর্তমান পঞ্চায়েতের মেয়াদ আগস্ট মাসের প্রথম সপ্তাহ দিকে শেষ হয়ে যাচ্ছে। সঠিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচনের জন্য ৩৫টি ব্লকের খসড়া ভোটার তালিকা হয়েছে। খসড়া ভোটার তালিকায় ৩৫টি ব্লকে মোট ভোটার রয়েছেন ১২,৯৫,০৮৬ জন। তাছাড়া, ৩৫টি ব্লকে ভোট কেন্দ্র রয়েছে ২৬৫০টি।
এদিন তিনি আরও বলেন, খসড়া তালিকায় মহিলা ভোটার রয়েছেন ৬,৩৬,০৬২ জন, পুরুষ ভোটার রয়েছেন ৬,৫৯,০১৩ জন ও অন্যান্য ভোটার রয়েছেন ১১ জন।
এদিন তিনি বলেন, বর্তমানে খসড়া তালিকার উপর দাবি এবং আপত্তি জানানোর কাজ চলছে। এই কাজ চলবে ২৪ জুন পর্যন্ত। তাছাড়া, ২৪ জুন চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুতি করার পর রাজ্য সরকারের সাথে নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হবে বলে জানান তিনি।