আগরতলা, ১০ জুন: নিয়মিতকরণের দাবি নিয়ে আজ গোর্খাবস্তিস্থিত স্বাস্থ্য দপ্তরে হাজির হয়েছেন আইজিএম এবং জিবি হাসপাতালের অনিয়মিত কর্মীরা। পরবর্তী সময়ে তাদের প্রতিনিধি দল আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করেছেন।
তাঁদের বক্তব্য, গত ৩০ বছর ধরে অনেকে অনিয়মিত কর্মী হিসেবে আইজিএম ও জিবি হাসপাতালে নিযুক্ত আছেন। তৎকালীন সময়ে রাজ্য সরকার থেকে জানানো হয়েছিল ১০ বছর অতিক্রান্ত হলে তাদের নিয়মিত করা হবে । কিন্তু, এখনো পর্যন্ত তাঁদের নিয়মিত করার কোনো উদ্যোগ গ্রহণ করছে না সরকার। পরিশ্রমের যর্থাথ মজুরি না পাওয়ার ফলে তাঁরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং তাতে নানা সমস্যা সমাধান সম্ভব হচ্ছে না।
দীর্ঘদিন ধরে নিয়মিতকরণের দাবি জানিয়ে আসলেও তাদের দাবি পুরন করা হচ্ছে না। তাঁরা বাধ্য হয়ে ত্রিপুরা হাইকোর্টের দারস্থ হয়েছিলেন। গত ১৩ মে হাইকোর্টে রায় নিয়েছে অনিয়মিত কর্মীদের সম কাজে সমবেতন প্রদান করতে হবে। নিয়মিতকরণের দাবিতে স্বাস্থ্য দপ্তরের আধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে।