তৃণমূলের বিরুদ্ধে হুমকির অভিযোগ, অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ ডাক্তারি পড়ুয়াদের

কলকাতা, ১০ জুন (হি. স.): ফের কলকাতা মেডিক্যাল কলেজে বিক্ষোভ ডাক্তারি পড়ুয়াদের। অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসের ঘরের সামনে সোমবার বিক্ষোভ দেখান এমসিডিএস সংগঠনের ডাক্তারি পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের চেয়ারে বসা তৃণমূল আশ্রিত নেতারা হুমকি দিচ্ছেন। পরিবারকে হাতিয়ার করে দেওয়া হচ্ছে হুমকি। তার সঙ্গে ফেল করিয়ে দেওয়ার হুমকিও শোনা যাচ্ছে। অভিযোগের তির মূলত গাইনোকোলজি অধ্যাপক তপন নস্কর এবং সুহেনা সরকারের বিরুদ্ধে।

তাঁদের এই বিক্ষোভের আর একটি দাবি হল ছাত্রাবাস। তাঁদের কথায়, “কলেজের যে সব ছাত্রাবাস আছে, সেগুলোর অবস্থা খুব খারাপ। ‘স্বর্ণময়ী’ এবং ‘বিধুমুখী’ নামে মেয়েদের হস্টেলের এক একটি ঘরের প্রায় ৬-৭ জন মিলে থাকছে। জলের অবস্থাও ভালো নয়। প্রথম বর্ষের পড়ুয়া ঢুকছে এখন৷ তাই আমরা বলেছিলাম, অন্য আর একটি ভবনের কিছু তলায় মেয়েদের জন্য বরাদ্দ করা হোক।

বিক্ষোভকারী এক ডাক্তারি পড়ুয়া অভিযোগ করেন, “এই সমস্ত বিষয়ের মাঝেই কিছু তৃণমূল আশ্রিত অধ্যাপক জুনিয়র মেয়েদের ভয় দেখাচ্ছে। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কথা বলছে। এমনকি তৃণমূল কংগ্রেসে যোগ দিলে পরীক্ষায় পাশ ফেল নিয়ে ভাবতে হবে না এমন কথাও বলা হচ্ছে।”

এর জেরেই সোমবার দুপুর সাড়ে বারোটা থেকে কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি, যতক্ষণ না অভিযুক্তদের ডেকে এনে কথা বলা হচ্ছে, ততক্ষণ তাঁরা এই বিক্ষোভ তুলবেন না। বেশ কয়েক ঘণ্টা ধরে চলে এই বিক্ষোভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *