ওয়েস্ট ইন্ডিজ, ৯ জুন (হি.স.): টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৯ রানে অলআউট হয়ে উগান্ডা সর্বনিম্ন রানের নজির গড়ল। এর আগে ২০১৪ সালে চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩৯ রানে অলআউট হয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। সেটাই টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার নজির ছিল। লজ্জার এই রেকর্ডে ডাচদের পাশে জায়গা করে নিল উগান্ডা।
রবিবার সকালে প্রভিডেন্স স্টেডিয়ামে ৫ উইকেটে ১৭৪ রানের টার্গেট দিয়েছিল ইন্ডিজ। লক্ষ্য তাড়া করতে নেমে ৩৯ রানেই ইনিংস শেষ হয়ে যায় উগান্ডার। এর ফলে সহআয়োজকরা জিতেছে ১৩৪ রানের বড় ব্যবধানে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেউ বড় রান করেননি।সর্বোচ্চ ৪৪ রান করেন জনসন চার্লজ। আর আন্দ্রে রাসেল ১৭ বল খেলে অপরাজিত থাকেন ৩০ রানে।