নয়াদিল্লি, ৯ জুন (হি. স.): রবিবার প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের পর এদিন রাষ্ট্রপতিভবনে শপথ গ্রহণ করেন মোদীর ক্যাবিনেটের মন্ত্রীরা। মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রবিবার রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করেন অমিত শাহ, জে পি নাড্ডা, রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহান।
২০১৪ সালে প্রথম মোদী সরকারের মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন জে পি নাড্ডা। স্বাস্থ্যমন্ত্রক ছিল তাঁর হাতে। পরে ২০১৯-এর পর সংগঠনের দায়িত্ব পান তিনি। অমিত শাহের পর তিনিই হন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তারপর থেকে দেশ জুড়ে গেরুয়া শিবিরের দায়িত্ব সামলেছেন তিনি। আর এবার ফের মন্ত্রিসভায় ফিরছেন জে পি নাড্ডা।

