ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ের ধারা অব্যাহত রেখেছে প্রণবানন্দ বিদ্যামন্দির। গতবারের চ্যাম্পিয়ন দল এবারও সেমিফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। লীগ পর্যায়ের এক ম্যাচ বাকি থাকতেই গুরুত্বপূর্ণ ম্যাচে আজ প্রনবানন্দ বিদ্যামন্দির, নন্দননগর স্কুলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে। এই জয়ের সুবাদে প্রনবানন্দ বিদ্যামন্দির সেমিফাইনালে খেলার ছাড়পত্র ছিনিয়ে নিয়েছে। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে জল লেগে থাকার কারণে ম্যাচ শুরুতে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে বলে ওভার সংখ্যা কমিয়ে ৫ করা হয়। টস জিতে নন্দননগর স্কুল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। তবে ব্যাটার্সরা তেমন নৈপুণ্য দেখাতে পারেনি। সীমিত পাঁচ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৫ রান সংগ্রহ করে। জবাবে প্রনবানন্দ বিদ্যামন্দির ২.৫ ওভার খেলে দুই উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের অভিজ্ঞা বর্ধন কোনও রান না দিয়ে তিন উইকেট দখল এবং অপরাজিত থেকে ১১ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়। এছাড়া, স্নেহা দত্ত পেয়েছে দুটি উইকেট। এদিকে পরাজয়ের কারণে নন্দননগর স্কুলের পক্ষে সেমিফাইনাল খেলাটা আগামীকালে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের সঙ্গে ম্যাচটির ফলাফলের উপর নির্ভর করছে। মুখ্যত, ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির ও নন্দননগর স্কুলের মধ্যে যে দল জয়ী হবে তাদের হাতেই সেমিফাইনালে খেলার ছাড়পত্র আসার সম্ভাবনা রয়েছে।