আগরতলা, ৯ জুন।। ৪৩তম জাতীয় যোগা চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫ প্রথম বারের মতো আগরতলায় অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২০২৫-এর ৪, ৫ ও ৬ জানুয়ারি, তিন দিনব্যাপী আগরতলার নজরুল কলাক্ষেত্র এবং এগিয়ে চলো সংঘ প্রাঙ্গনে তা অনুষ্ঠিত হবে। সর্বভারতীয় যোগা ফেডারেশন এর চারজন প্রতিনিধি সহ-সভাপতি দেবাশীষ চ্যাটার্জী, সেক্রেটারি মৃনাল চক্রবর্তী, কোষাধ্যক্ষ মৃন্ময় সাহা, কার্যকরী সদস্য প্রশান্ত কুমার ঘোষ প্রমূখ দু-দিন ধরে আগরতলায় অবস্থান করে প্রতিযোগিতার বিভিন্ন স্থান পরিদর্শন করে, পরিকাঠামো নিয়ে আলোচনান্তে আজ, রবিবার আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হল-এ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান। জাতীয় স্তরের এই আয়োজনে সারা দেশ থেকে প্রায় প্রতিটি রাজ্যের যোগা খেলোয়ার এবং অফিসিয়ালরা এতে উপস্থিত হবেন এবং অংশগ্রহণ করবেন। এই জাতীয় পর্যায়ের আসরে প্রায় ৭ শতাধিক খেলোয়াড় ও অফিসিয়ালের সমাবেশ ঘটবে বলে সর্বভারতীয় যোগা ফেডারেশনের সচিব ব্যক্ত করেন। সাংবাদিক সম্মেলন শুরুর প্রাক্কালে রাজ্য যোগা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সর্বভারতীয় যোগা ফেডারেশনের প্রতিনিধিদের সংবর্ধনা জ্ঞাপন করেন। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সহ-সভাপতি নিরঞ্জন ভট্টাচার্য, সুবল সাহা, শ্রীমতি চন্দনা দেবরায়, জেনারেল সেক্রেটারি দিব্যেন্দু দত্ত, অফিস সেক্রেটারি উত্তম দেবনাথ, অর্গানাইজিং সেক্রেটারি অমল ভট্টাচার্য, উপদেষ্টা যীশু চক্রবর্তী প্রমূখ উপস্থিত ছিলেন। জাতীয় পর্যায়ে আসরকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের মিডিয়া জগৎ এবং শুভানুধ্যায়ী প্রত্যেকের সহযোগিতা চাওয়া হয়েছে।
2024-06-09