নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা কলেজ টিলায় আগরতলা ক্লাবে ভারত বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সুজিত রায় সহ অন্যান্যরা।
এদিনের এই বৈঠকের মুখ্য বিষয়বস্তু হলো ভারত বাংলাদেশের মধ্যে ক্রীড়া স্বাস্থ্য এবং ব্যবসা-বাণিজ্য বিভিন্ন বিষয়ে আদর প্রদান সহ বিভিন্ন ক্ষেত্রে আরও সুসম্পর্ক কিভাবে বৃদ্ধি করা যায় এ ব্যাপারে এই বৈঠকে মূলত আলোচনা হয়।
এই বৈঠকে বাংলাদেশ থেকে আগত অতিথিদের সম্বর্ধনা প্রদান করা হয়। এই বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রথম সচিব মোহাম্মদ আল-আমিন এরকম উদ্যোগকে সাধুবাদ জানান। পাশাপাশি তিনি এ ধরনের উদ্যোগে সব সময় বাংলাদেশ সহকারী হাইকমিশন সহায়তায় এগিয়ে আসবে বলে জানান।

