BRAKING NEWS

অসমবাসীর আশীর্বাদে মাতৃভূমির সেবা চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ আমি : সৰ্বানন্দ

নয়াদিল্লি, ৯ জুন (হি.স.) : অসমবাসীর আশীর্বাদ মাথায় নিয়ে মাতৃভূমির সেবা চালিয়ে যেতে আমি দৃঢ়প্রতিজ্ঞ। আজ রবিবার নরেন্দ্র মোদীর ঐতিহাসিক তৃতীয় মেয়াদের সরকারে পুনরায় ক্যাবিনেট মন্ত্ৰী পদে শপথ নিয়ে বলেছেন সৰ্বানন্দ সনোয়াল।

আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের সরকারে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়ে সাংবাদিকদের সঙ্গে বার্তালাপে অসমের ডিব্রুগড় আসনে নির্বাচিত সর্বানন্দ সনোয়াল বলেন, ‘অসম তথা ডিব্রুগড় লোকসভা কেন্দ্রের জনগণের ভালোবাসা, আমার প্রয়াত মা-বাবার আশীর্বাদ মাথায় নিয়ে আজ মোদীজির মন্ত্রিসভায় পুনরায় শপথ নিতে পেরে আমি খুব আনন্দিত। আমাকে আবার মাতৃভূমির সেবা করার অনন্য সুযোগ দেওয়ার জন্য আমি মোদীজির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। জনতা জনার্দনের অনুপ্রেরণা শিরোধার্য করে আমি মোদীজির বলিষ্ঠ নেতৃত্বে একটি স্বনির্ভর, উন্নত ও সমৃদ্ধ ভারত গড়ার লক্ষ্যে আমার নিবেদিত সেবা চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’

সর্বানন্দ বলেন, ‘গত দশ বছরে দেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তার জন্য দেশের মানুষ মোদীজির প্রতি তাঁদের আস্থা প্রদর্শন করেছেন। মোদীজির নেতৃত্বে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকার আগামী দিনে ভারতকে বিশ্বের তিনটি অর্থনৈতিক শক্তির মধ্যে স্থান করতে বদ্ধপরিকর।’

তিনি বলেন, ‘এ ক্ষেত্রে আমরা নিবেদিতপ্রাণ মনোভাব নিয়ে দেশের স্বার্থে কাজ করে যেতে বদ্ধপরিকর। ভারত এখন দ্রুত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির নতুন উচ্চতায় এগিয়ে যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *