নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন:
বেসরকারি নিরাপত্তা রক্ষী এবং রোগীর পরিবারের আত্মীয় পরিজনদের ধস্তাধস্তিতে উত্তপ্ত গোটা জিবি হাসপাতাল। রবিবার এ ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা হাসপাতাল চত্বরে। রোগীর পরিবারের সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে বেসরকারি নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। অপরদিকে একই অভিযোগ তুলেছেন নিরাপত্তারক্ষী কর্মীরাও।
ঘটনার বিবরনে জানা যায়, রবিবার এক থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীকে নিয়ে জিবি হাসপাতালের মেডিসিন ব্লকে আসেন রোগীর আত্মীয়-পরিজনরা। কিছুক্ষণ পরেই বেসরকারি এসএইএস কোম্পানির এক নিরাপত্তারক্ষী রোগীর পরিজনদের ওয়ার্ড থেকে বেরিয়ে যেতে বলেন। তবে রোগীর অবস্থা শোচনীয় হওয়ায় রোগীর পরিজনেরা ওয়ার্ড থেকে না বের হওয়ায় মহিলা নিরাপত্তারক্ষীরা গালিগালাজ শুরু করে বলে অভিযোগ। রোগীর পরিবারের এক সদস্যের মোবাইল ফোন টেনে নিয়ে তাদের ওয়ার্ড থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রোগীর পরিবারের সদস্যরা। তখন রোগীর বোন ঘটনার প্রতিবাদ গড়ে তুললে তাকে ১০ থেকে ১২ জন মহিলা সিকিউরিটি গার্ড মিলে মারধর করেছে বলে, অভিযোগ করেছেন রোগীর পরিবারের সদস্যরা।
এদিকে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের অভিযোগ, রোগীর পরিবারের লোকজনদের ওয়ার্ড থেকে বের করে দেওয়ার নিয়ম রয়েছে। যাতে করে ওয়ার্ড গুলিতে ডাক্তার বাবুরা এসে চিকিৎসা পরিষেবা প্রদান করতে পারেন। রোগীর সঙ্গে একজন বা বিশেষ ক্ষেত্রে দুজন থাকার নিয়ম রয়েছে। অতিরিক্ত কাউকেই রোগীর সঙ্গে থাকতে দেওয়া হয় না। এই বিষয়ে রোগীর পরিবারকে বললে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের উপর চড়াও হয়ে রোগীর পরিজনদের মধ্যে থেকে একজন তাদের মারধর করেছেন বলে, অভিযোগ করেছেন বেসরকারি নিরাপত্তারক্ষী কর্মীরা।
এদিকে ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা হাসপাতাল চত্বর। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে উভয় পক্ষের সঙ্গে কথা বলে ঘটনার মীমাংসা করার চেষ্টা করেন। এই ঘটনায় বেসরকারি নিরাপত্তা রক্ষী এবং রোগীর প্রয়োজন উভয় পক্ষেরই আহত হয়েছেন। হাসপাতালে এ ধরনের ঘটনায় এদিন অসুবিধার সম্মুখীন হতে হয় ওয়ার্ডের অন্যান্য রোগীদের।

