নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন:
তিপ্রা মথা শাসিত প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুললো এ আই ওয়াই এফ এবং এআইএসএফ। সম্প্রতি উত্তরপত্র ফাঁসসহ বিভিন্ন বিষয়ে এদিন এ এডিসি প্রশাসনের বিরুদ্ধে আঙুল তোলেন তারা।
রবিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংগঠনের নেতৃত্বরা বলেন, ২০২১-এ এডিসি নির্বাচনে তিপ্রা মথা জয়ী হবার পর ৩ বছর পর প্রথম নিয়োগেই অনিয়মিতা ও সাব জোনাল ডেভলপমেন্ট অফিসারের পদে নিয়োগের পরীক্ষার উত্তরপত্র ফাঁস হয়ে যায়, পরীক্ষা হবার আগেই। এই পরিস্থিতি সামাল দিতে পরীক্ষা বাতিল করে এডিসি প্রশাসন। এই উত্তরপত্র ফাঁস তিপ্রা মথা শাসিত এডিসি-র প্রশাসন চালাতে বেসামাল তা আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিচ্ছে।
২০২১-এ নির্বাচিত হওয়ার পর ৩ বছর পর ২০২৪-এ প্রথম নিয়োগ প্রক্রিয়াতেই এইরকম অনিয়মতা দুর্ভাগ্যজনক বলে দাবি করেন নেতৃত্বরা। এআইএসএফ এবং এআইওয়াইএফ- ত্রিপুরা রাজ্য পরিষদ এই কেলেঙ্কারির পূর্ণাঙ্গ ও সুষ্ঠ তদন্তের দাবি জানিয়েছেন এদিন। এছাড়াও সংগঠনের নেতৃত্বরা এদিন নিট পরীক্ষার ফলাফল নিয়ম যদি দুর্নীতির অভিযোগ উঠেছে তা নিয়ে ও সরব। বেকারসহ রাজের যুবক-যুবতী দের ভবিষ্যৎ নিশ্চিত করতে এই ঘটনাগুলো সুষ্ঠু তদন্ত দাবি করেছেন সংগঠনের নেতৃত্বরা।