সামনে পঞ্চায়েত নির্বাচন, কল্যাণপুরে বৈঠকে বসলেন  বিজেপি বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, কল্যানপুর, ৯ জুন: আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপি তাদের নির্বাচনী কলাকৌশল ঠিক করার মহড়া পুরো দস্তুর শুরু করে দিলো। লোকসভা ভোট এখন অতিত। সামনেই কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। এই পঞ্চায়েত ভোট এর রণ কৌশল এর প্রস্তুতি তৈরীতে রবিবার কল্যাণপুর লোটাস কমিউনিটি হলে এক বিশাল সাংগঠনিক বৈঠক হয় শাসক দলের তরফে।

এই বৈঠকে বুথ, শক্তি কেন্দ্র স্তর থেকে শুরু করে সকল স্তরের কর্মীরা উপস্থিত হোন। উপস্থিত ছিলেন কল্যাণপুর এর বিধায়ক তথা খোয়াই  জেলা বিজেপি সভাপতি পিনাকী দাস চৌধুরী, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপ, বিজেপি নেতা পূর্ণেন্দু ভট্টাচাৰ্য, মন্ডল সাধারণ সম্পাদক অসীম দেব রায়, চয়ন রায়, জলি বর্মন প্রমুখ।

বিধায়ক তার বক্তব্যে বলেন লোকসভা নির্বাচন এর সময় গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে তিনি কল্যাণপুর ছিলেন না। রাজ্যের বাইরে চিকিৎসাধীন ছিলেন। এরপরেও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন সংগঠন মজবুত থাকায় যে কথা ছিল যে পূর্ব ত্রিপুরার বিজেপি প্রার্থীকে পাঁচ হাজার ভোট কল্যাণপুর লিড দেবে বাস্তবে তার চেয়েও বেশী লিড হয়েছে। বামগ্রেস পেয়েছে মাত্র ৪৯৭১ টি ভোট।

বিধায়ক আরো বলেন, এই নগন্য ভোট কেও হেলা ফেলা করলে চলবে না। এদের ও কি করে বিজেপিতে সামিল করে উন্নয়ন যজ্ঞে যুক্ত করা যায় সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে তিনি কর্মী দের বলেন।

তিনি বলেন বিজেপির সংগঠন সঠিক জায়গাতেই আছে। রবিবার এর বৈঠকে মন্ডল সভাপতি জীবন দেবনাথের অনুপস্থিতি সকলের নজর কাড়ে। ইদানিং কোন অনুষ্ঠানেই তাকে দেখা যাচ্ছে না। এই ব্যাপারে বিধায়ক কে প্রশ্ন করা হলে বিধায়ক বলেন তিনি এখনো মন্ডল সভাপতি। রবিবার এর অনুষ্ঠান এও তিনি আমন্ত্রিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *